স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি গঠন হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হয়েছেন হাসিব ইলেকট্রনিক্স এর মালিক হাসিবুর রহমান হাসিব এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফসিউজ্জামান লোটন। মঙ্গলবার বিকেলে বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে ব্যবসায়ীদের উপস্থিতিতে সকলের কন্ঠ ভোটে নতুন এই কমিটি গঠন হয়।
উল্লেখ্য, প্রায় তিন মাস পূর্বে চৌগাছার বাজার ব্যবসায়ী সমিতির কমিটি বিলুপ্তি করে একটি আহবায়ক কমিটি গঠন করেন কর্তৃপক্ষ। ওই কমিটির আহবায়ক ছিলেন পৌরসভার সাবেক মেয়র মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল। মঙ্গলবার ব্যবসায়ীদের কন্ঠ ভোটে নতুন কমিটি গঠন উপলক্ষে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আহবায়ক নুর উদ্দিন আল মামুন হিমেলসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে ব্যবসায়ী শামীম রেজা কচি, হাজী লিয়াকত আলী, ইকবাল কবির, আশিকুজ্জামান রিংকু, আলতাফ হোসেন, রোকনুজ্জামান, ফরিদ মিয়া, তুহিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নব গঠিত কমিটির সভাপতি সেলিম রেজা আওলিয়ার বলেন, দীর্ঘ দিন পর চৌগাছা বাজারের ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে, আজ কালের মধ্যেইু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।