মানবতার হাত বাড়াই বানভাসী মানুষের পাশে দাঁড়াই
নুর মোহাম্মদ রোকন
কুড়িগ্রামের উলিপুর জাগরণী সংসদ উজাস- যথাসাধ্য চেষ্টা করতেছে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর।
গত কয়েক দিন ধরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি ক্ষেত ইত্যাদি। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে যে এরই মধ্যে গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে। ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে।
এ পরিস্থিতিতে আমাদের উচিত আমাদের ভাইদের সহায়তা করার জন্য নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা।
উলিপুর জাগরণী সংসদ উজাস – এর অনুদান পাঠানোর মোবাইল ব্যাংকিং সমূহ হলো:
০১৭৬১-২০৬৫৯১বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন।
কিছু কিছু এলাকায় এই পরিমাণ পানি বেড়েছে যে মানুষ তাদের বৃদ্ধ মা-বাবা, নারী ও শিশুদের নিয়ে আশ্রয়কেন্দ্রে আসা অসম্ভব হয়ে পড়েছে।
বন্যাকবলিত এলাকাগুলোতে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, শুকনা খাবার), বিশুদ্ধ খাবার পানি, ওষুধপত্র ইত্যাদির সংকট আছে, তাই সেসব এলাকায় আমরা “উলিপুর জাগরণী সংসদ (উজাস)” -এর পক্ষ থেকে সাধ্যমতো এগুলো পাঠানোর চেষ্টা করতেছি ।
উলিপুর জাগরণী সংসদ (উজাস) -এর পক্ষ থেকে সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের এই স্বেচ্ছায় শ্রম ও মানবিকতার সাথে কাজ করার জন্য। উলিপুর জাগরণী সংসদ (উজাস) চির কৃতজ্ঞ এবং বিশেষ কৃতজ্ঞতা রইল সাধারণ ছাত্র সমাজ উলিপুর এর প্রতি।