স্টাফ রিপোর্টার
প্রেসক্লাব চৌগাছার সদস্য ও যশোর থেকে প্রকাশিত দৈনক স্পন্দন পত্রিকার চৌগাছার নিজস্ব প্রতিবেদক এবি সিদ্দিক মন্টুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ৮ টার দিকে নিজ গ্রাম উপজেলার জগন্নাথপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় তার বাম হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে আহত সাংবাদিককে ভর্তি করেন।
সাংবাদিক এবি সিদ্দিক মন্টু জানান, রোবাবর রাতে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এসময় দুর্বৃত্তরা আকস্মিক ভাবে তার উপর হামলা করে। হামলায় বাম হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুরাইয়া পারভীন বলেন, বাম হাতের একটি হাঁড় ভেঙ্গে যাওয়ার পাশাপাশি হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। আমরা যথাযথ চিকিৎসা সেবা দিয়েছি।
এ দিকে সাংবাদিক এবি সিদ্দিক মন্টু উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।