জয়পুরহাট জেলাধীন কালাই বাসস্ট্যান্ড চত্বরে ২৪ আগস্ট, শনিবার বিকালে ফেনী, কুমিল্লা, চট্টগ্রামসহ বাংলাদেশের ১৬ টি জেলায় ভারতের সৃষ্ট কৃত্রিম বন্যা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কালাই টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা এর সভাপতিত্বে এবং সরকারি আজিজুল হক কলেজ এর শিক্ষার্থী মোঃ আলী জিন্নাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিনাই দাখিল মাদ্রাসার সহ সুপার মোঃ আবু তাহের মুকুল, শিক্ষার্থীদের মধ্যে শামিম হোসেন ও মোঃ হাবিবুর রহমানসহ সুধীমহল।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশে বন্যা এবং সেই সাথে ভারতের পানি আসার জন্য কড়া ভাষায় তীব্রভাবে প্রতিবাদ জানিয়ে জ্বালাময়ী বক্তব্য দেওয়া হয় এবং বন্যার্তদের সাহায্য করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, কালাই বাসস্ট্যান্ডে সারাদিনব্যাপী বন্যার্তদের সাহায্যার্থে অর্থসহ বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়।