বন্যার মধ্যেই জন্ম নেয়া ফুটফুটে শিশুকে উদ্ধার করলো র্যাবের হেলিকপ্টার। শুক্রবার (২৩ আগস্ট) সকালে ফেনীতে একটি স্কুল ভবনের আশ্রয়কেন্দ্র থেকে মা ও শিশুকে উদ্ধার করে কুমিল্লা সেনানিবাসের হাসপাতালে নেয় র্যাব সদস্যরা। অন্য বাহিনীর মতো র্যাবের হেলিকপ্টার দিয়ে দিনভর চলেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম।
জানা যায়, ফেনীর পরশুরামে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলঘরে জন্ম নেয় ফুটফুটে শিশুটি। তারপরও পরিবারে নেই উচ্ছ্বাস আনন্দ। কারণ চারদিকে থৈ থৈ পানি। খবর পেয়ে হেলিকপ্টার নিয়ে নবজাতকসহ অসুস্থ মাকে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে ভর্তি করে র্যাব। শুক্রবার এরকম ২ নবজাতককে উদ্ধার করেছে র্যাব।
বিয়টি নিয়ে র্যাবের এয়ার উইংয়ের উপ-পরিচালক মেজর কেএম সবুর কাওনাইন বলেন, আমরা হেলিকপ্টারের মাধ্যমে যতটুকু সম্ভব মানুষ সহযোগিতা করা যায় সেটাই চেষ্টা করেছি। এছাড়াও গুরুতর কোনো অসুস্থ ব্যক্তির খবর পেলে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেছি।