ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নেতৃত্ব উন্নয়ন সংসদের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সিদ্দিক হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদান এর যৌথ উদ্যোগে নিউক্লিয়াস পার্টি’ (Nucleus Party of Bangladesh – NPB) নামক নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ দল আত্মপরিচয় দিয়ে গঠিত হয়।
নেতৃবৃন্দ জানান, প্রতিবেশী দেশ কিভাবে আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ করে প্রতিবছর বাংলার মানুষের ব্যাপক জান-মালের ক্ষতি সাধন করে যাচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। তাই এই সমস্যার স্থায়ী সমাধান আমাদেরকেই করতে হবে। আমরা আর পানিতে ডুবে মরতে চাই না।
উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ এর জীবনের নিরাপত্তা বিধান করা। যে উন্নয়ন মানুষের জীবন রক্ষা করতে পারে না, সেটি উন্নয়ন নয়। উন্নয়নের নামে বোকা বানিয়ে জনগনকে শোষণ করে আসছে সকল সরকার। তাই এখন থেকে আমরা সচেতন থাকবো এবং নিজেদের অধিকার আদাযয়ে ঐক্যবদ্ধ হবো।
নিজেদের দক্ষতা এবং প্রজ্ঞার মাধ্যমে দেশ ও জাতির জীবন রক্ষার্থে পরিকল্পনা করে উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখব। এই মুহূর্তে বন্যা দুর্গতদের পাশে আমরা দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়ান এবং আমাদের নেতা-কর্মীদেরকে নির্দেশ দিয়েছি সবাই যার যার অবস্থান থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান।
দলটির মূলনীতি হলো, বৈষম্যমুক্ত এবং নিরাপদ বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণ।