কুড়িগ্রামে ২২ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নুর মোহাম্মদ রোকন
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদরের থেকে ধাওয়া করে কুড়িগ্রাম টু উলিপুর রোডে ধাওয়া করে উলিপুর থানাধীন পাঁচপীর এলাকায় একটি মোটরসাইকেল যোগে মাদক পরিবহনের সময় ২২ বোতল ফেন্সিডিল সহ আজ ২৩ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩০ ঘটিকায় স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
কুড়িগ্রামের নাগেশ্বরী দক্ষিণ রামখানা এলাকার শ্রী স্বপন কুমার দাস (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর পূর্বের ৫ টি মাদক মামলার আসামী বলে জানগেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি স্বপন এর বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ১ টি, নাগেশ্বরী থানায় ৩ টি ও ফুলবাড়ী থানায় ১ টি মাদক মামলা সহ মোট ৫ টি মাদক মামলা রয়েছে। আবারো কিছু দিনের ব্যবধানে উক্ত আসামীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।