চৌগাছা পৌরসভায় নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস দায়িত্ব পাওয়ার পরের দিন মঙ্গলবার প্রথম অফিস করেছেন। দুপুরে তিনি পৌর কার্যালয়ে পৌছালে কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীগণ তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। দুপুর ১ টায় প্রশাসকের অফিস কক্ষে প্রথমে কাউন্সিলর ও পরে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময়ে নবনিযুক্ত প্রশাসক গুঞ্জন বিশ্বাস বলেন, আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী বিষয়টি মাথায় রেখে জনসেবায় প্রত্যেকে স্বস্ব অবস্থানে থেকে কাজ করতে হবে। পৌরসভা যেহেতু সেবামুলক একটি প্রতিষ্ঠান বিধায় কোন মানুষ যেন সেবা নিতে এসে বিড়াম্বনার শিকার না হয় সেদিকে সজাগ থাকবেন। ঘন্টাব্যাপী চলা মতবিনিময় সভায় তিনি কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন।
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, কাজী তামিম হাসান, হিসাবরক্ষক নজরুল ইসলাম, করনির্ধারক শাহিনুর রহমান, প্রধান সহকারী আক্তরুজ্জামান, কায্য সহকারী মনিরুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক তফিজুর রহমান, স্বাস্থ্য সহকারী আবু সাঈদসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।