উলিপুরে ‘ফ্রেন্ডস ফেয়ার’ এর সভাপতি জুলফিকার সাধারণ সম্পাদক স্বপন কুমার নির্বাচিত
নুর মোহাম্মদ রোকন (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস ফেয়ার’ এর কার্যনির্বাহী পরিষদ হঠিত হয়েছে। গত শনিবার (১৭ আগস্ট) ফ্রেন্ডস ফেয়ার পরিচালিত নিজস্ব কার্যালয় ও পাঠাগারে সাধারণ পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে দু বছরব্যাপী জুলফিকার আলী সভাপতি ও স্বপন সাহাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শামীম খাঁন, সহ-সম্পাদক তাসমিয়া তাহসিন, সাংগঠনিক সম্পাদক আতাহের আলী, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন সজীব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিয়ন রায়হান, ক্রীড়া সম্পাদক প্রত্যয় সাহা অভ্র, দপ্তর ও প্রচার সম্পাদক আল মুকসিত রহমান সাদ, কার্যনির্বাহী সদস্য ফরিদুল ইসলাম ও ফারজানা ইসলাম মুনিরা।
সংগঠনের গনতন্ত্র কাঠামো অনুযায়ী নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান, প্রতিষ্ঠাতা সভাপতি ও অভিভাবক সদস্য জুলফিকার আলী সেনা। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও অভিভাবক সদস্য, আল আমীন ও জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ ।
উল্লেখ্য, ১৯৯৩ সালে কতিপয় বই প্রেমিক, সাহিত্য ও সংস্কৃতমনা বন্ধুরা মিলে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অরাজনৈতিক ও সামাজিক এ সংগঠনটি ১৯৯৫ সাল থেকে নানা চড়াই উৎরাই পাড়ি দিয়ে প্রতিবছর ভাসার মাস ফেব্রুয়ারিতে ধারাবাহিকভাবে ২৮ বছর ধরে সপ্তাহ ব্যাপি “উলিপুর বইমেলা” আয়োজন ও উদযাপন করে আসছে। যা দেশের উপজেলা পর্যায়ের বই মেলার পথিকৃৎ এবং কুড়িগ্রাম জেলায় প্রথম। এদিকে এই সংগঠনের মাধ্যমে ২০২২ সাল থেকে “ফেন্ডস ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক যাদুঘর” পরিচালিত হয়ে আসছে।
নব নির্বাচিত সভাপতি জুলফিকার আলী বলেন, দলমত নির্বিশেষে সকলের ভালোবাসার সংগঠন এই ফ্রেন্ডস ফেয়ার। এমন একটি ঐতিহ্যবাহী সংগঠনের দায়িত্ব পালন সত্যিই অনেক গর্বের। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের নিজস্ব ঐতিহ্যকে লালন করে শিক্ষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে বৈষম্য হীন, সম্প্রীতির সমাজ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ফ্রেন্ডস্ ফেয়ার। আমাদের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ সেই লক্ষ্যেই কাজ করে যাবে।