বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের।
সোমবার (১৯ আগস্ট) গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‘আগামীর বাংলাদেশ কোথায় যাচ্ছে; অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।’ তিনি আরো জানান, ‘ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় কোথায় সমর্থন দিতে পারবে সে বিষয়েও আলোচনা হয়েছে।’