চৌগাছায় মটরসাইকেল
দুর্ঘটনায় আহত-২
স্টাফ রিপোর্টার
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হয়েছেন। রোববার রাত ৯ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কে গুয়াতলী কারিগরপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের দ্রুত যশোরে রেফার করেন।
আহতের স্বজন রায়হান উদ্দিন বলেন, উপজেলার চাঁদপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মারুফ হোসেন (২০) ও একই গ্রামের আবু সাইদের ছেলে আসিফ হোসেন (২২) মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী মহেশপুর উপজেলা হতে চৌগাছার নিজ বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে চৌগাছার গুয়াতলী পৌছালে একটি কুকুরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত হয় উভয় আরোহী। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে পরে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারুফের অবস্থার অবনতি ঘটলে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে আহতরা যশোর পঙ্গু ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। আহত দুই যুবক একটি কোম্পানীতে চাকরি করেন বলে জানান স্বজনরা।