প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্
স্টাফ রিপোর্টার
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় সংগঠন ও সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, ক্লাবের নির্বাহী সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক খালেদুর রহমান, বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল, রিয়াজুল ইসলাম, শওকত আলী, আলমগীর কবির, আব্দুস সাত্তার কিনে, এ বি সিদ্দিক মন্টু, সুজন দেওয়ান, ইমাম হোসেন সাগর, রেজাউল করিম সাগর, ফারুক আহম্মদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কবিরুল ইসলাম, টিপু সুলতান, মেহেদী হাসান শিপলু, শরিফুল ইসলাম সজিব, সাব্বির হাসান, জামাল হোসেন, আব্দুল গনি, শাহিন সোহেল, সাজ্জাদ মল্লিক, ইশানুর রহমান, ফুলজার প্রমূখ। সভায় নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান এই পেশাকে কেউ যেন কুলসিত করতে না পারে সে ব্যাপারে সকলেই সজাগ থাকতে হবে।