দীর্ঘ ১৮ বছর পর তেকানী ইউনিয়ন বিএনপির জনসভা, মানুষের ঢল।
মোঃ পলাশ শেখ
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা, কাজিপুর উপজেলা, ১০নং তেকানী ইউনিয়ন।
দীর্ঘ ১৮ বছর পর ঐতিহাসিক জনসভা করেছে বিএনপি। জনসভায় হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।কাজিপুর উপজেলা, ১০ নং তেকানী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন জনসভা আয়োজন করেন। বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলে নেতৃত্বে বড় বড় মিছিল আসতে থাকে জনসভায়। বিএনপির সমাবেশ ঘিরে মুহুর্তের মধ্যেই তেকানী ইউনিয়ন পরিনত হয় মিছিলের নগরিতে। দীর্ঘদিন পর তেকানীতে নেমে মিছিল সমাবেশে যোগ দেওয়ায় যেন উৎস্বাসে মাতে নেতাকর্মীরা।
বিকাল সাড়ে ৩টায় কাজিপুর উপজেলা তেকানী ইউনিয়ন ছিল বিএনপির জনসভা। যথা সময়েই কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠে সমাবেশ স্থল। তেকানী ইউনিয়ন জুমার খুকশিয়া (চেয়ারম্যান) বাজারে থেকে মেইল রাস্তায় উত্তর দক্ষিণ অতিক্রম করে অন্যদিকে পর্যন্ত লোকে লোকারন্য হয়ে যায়। সভাপতিত্বে করেন,তেকানী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আয়নাল হক(মাষ্টার) সঞ্চায়লায় ছিলেন তেকানী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোঃ শাজাহান হোসেন (মেম্বার) সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাদত হোসেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সিরাজগঞ্জ ১ আসন ধানের শীষ মনোনীত প্রার্থী ও বর্তমান কাজিপুর উপজেলা সফল সভাপতি জনাব মোঃ সেলিম রেজা তিনি বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, দেশকে আবারও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এজন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সচেতন ও সজাগ হতে হবে। তিনি বলেন,কাজিপুর বিএনপির প্রতিটি নেতাকর্মী আওয়ামী লীগের হাতে নির্যাতন স্বীকার হয়েছে,দোকান-পার্ট, ঘর-বাড়ি ভাংচুর করে,হামলা-মামলা স্বীকার হয়। তিনি বলেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাই।তিনি বলেন, হতাশ হওয়ার কিছুই নেই তেকানী নদী রক্ষা বাঁধটি রক্ষা করার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীতে প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে জনসভা করবেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র জনাব প্রভাষক আব্দুস সালাম।কাজিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক জনাব মোঃ নাসির উদ্দীন রতন,হাজী মিজানুর রহমান বাবলুসহ কাজিপুর উপজেলা শীর্ষ নেতাকর্মীরা।