মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়নের উলাইল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম হোসেন গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু প্রমুখ।