উলিপুরে ঝুলন্ত অবস্থায় ১ তরুণীর মৃতদেহ উদ্ধার
নুর মোহাম্মদ রোকন কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে শশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় রোমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ১৮ আগষ্ট দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে ঐ তরুণীর লাশ উদ্ধার করে ।
মৃত ঐ তরুণীর নাম রোমানা (১৯)। গত বছর ঐ এলাকার রানা মিয়া (২৪) নামের এক যুবকের সাথে তার বিবাহ হয়।রানা ঢাকায় কর্মরত রয়েছেন বলে জানা যায়। রোমানা পৌরসভার রামদাস ধনীরামের রবিয়াল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , দুপুরের দিকে রোমানাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় তাকে শয়ন ঘরে ঝুলতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে রোমানা আত্মহত্যা করেছে নাকি হত্যাকান্ডের শিকার হয়েছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের পর জানা যাবে।