আন্দোলনের পর মনিরামপুর থানা ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে যথা সময়ে কাজে যোগদান করেছেন এবং মনিরামপুর থানার পুলিশ উপজেলা ব্যাপী শোভাযাত্রা, আনন্দ র্যালি করেছেন, শোভাযাত্রাও আনন্দ র্যালি শেষে স্বল্প পরিসরে আলোচনা অনুষ্ঠান হয় এতে ওসি মেহেদী মাসুদ বলেন আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ বিভাগ হলো প্রশাসন। আর প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে প্রধানত পুলিশ সার্ভিসকেই বোঝানো হয়।
পুলিশের ওপর জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন অনেকটাই নির্ভরশীল। উন্নত দেশে পুলিশ জনগণের সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকে, যেকোনো সমস্যায় জনগণ পুলিশের সাহায্য কামনা করে। পুলিশ সদস্যদের কাজই হলো জনগণের যে কোনো সমস্যায় সব ধরনের সহযোগিতা করা। অসহায়, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা ও মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া।
পাশাপাশি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে নিরলসভাবে কাজ করে যাওয়া। মোটকথা, পুলিশ সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।এর আলোকে আমাদের এই মণিরামপুর অঞ্চলকে সর্বক্ষণিক সুরক্ষিত রাখতে হবে, বিগত অন্যান্য সময়ের তুলনায় এখন আমাদের দায়িত্ব অনেক বেশি ।