আন্দোলনে নিহতের শিকার ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মণিরামপুর থানা বিএনপি কর্তৃক আয়োজিত “দোয়া মাহফিল” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিরামপুর থানা বিএনপির সভাপতি জননন্দিত জননেতা এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়দায়ক মোঃ মফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন খান, সন্তোষ সর, থানা বিএনপির সদস্য চেয়ারম্যান নিস্তার ফারুক, যুব নেতা আব্বাসউদ্দীন, মুক্তার হোসেন, আইয়ুব হোসেন, ছাত্রনেতা আলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেনবিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না, বিএনপি প্রতিহিংসা পরায়ন দল নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় শেখ হাসিনার বন্দিশালায় বন্ধি ছিলেন, খালেদা জিয়া মুক্তি পেয়েই দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে, তিনি আরো বলেন, হুলিয়া মাথায় নিয়ে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আমাদের অনেক ভাই মিছিলে সভা-সমাবেশে শহীদ হয়েছেন, তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ধৈর্য্য ধরেছি, বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ।