খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে টবগী ৩ নং ওয়ার্ড বিএনপির দোয়া-মিলাদ অনুষ্ঠিত
রিয়াজ ফরাজী
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ভোলার বোরহানউদ্দিনে উপজেলার টবগী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় টবগী-উদয়পুর রাস্তার মাথা মেইন সড়ক সংলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন ক্লাবে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন-টবগী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো.শাহে আলম মাস্টার, টবগী ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মিন্টু, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মো.মফিজ,টবগী ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো.বাচ্চু, ওয়ার্ড ছাত্র নেতা মিরাজ কাজী, ফিরোজ কাজী, মাহমুদুল হাসান ইমরান, ডাক্তার হাবিব, মো.বারেক, সুৃমন পাটোয়ারী, মো.আজগর, তুহিন ফরাজি, আল আমিন,মো.কামাল, মো.আরজু, লোকমান, নুরইসলাম,শাকিল,রুম্মান,হানিফ, আওলাদ, সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা ও ভোলা ২ আসনের এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর সুস্বাস্থ্য কামনা করে এবং প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকো ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।