৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে মৃত্যুবরণকারী ও আহতদের সুস্থতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আলী কারীমী অতিথি ছিলেন।
হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক মাদানীর সঞ্চালনায় উপজেলা দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ দোয়ায় অংশ নেন।
শিক্ষার্থী আন্দোলনে নিহতদের শহীদ’ অ্যাখ্যা দিয়ে দোয়া মাহফিল আয়োজনের জন্য শুকরিয়া জ্ঞাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউএই শাখা মাওলানা আবু জাফর শিকদার বলেন- ‘শুরু থেকেই ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার দুঃশাসনের এবং প্রতিবাদ করে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির সাহেব চরমোনাই এবং সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের এই আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই সফলতাকে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখতে হবে।