স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে থেকে সরিয়ে দেওয়া হয়েছে এম সাখাওয়াত হোসেনকে।
নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম ২০০৩-২০০৫ পর্যন্ত বিডিআরের মহাপরিচালক ছিলেন। মাথায় রাইখেন, এই সময়টা বিডিআর বিএসএফের জন্য একটা আতঙ্কের নাম ছিলো।
২০০৯ এ পিলখানা ট্রাজেডির পর আর্মি যে তদন্ত কমিটি গঠন করে, সে তদন্ত কমিটির হেড ছিলেন তিনি।
কিন্তু হাসিনার সরকার তাকে কাজ করতে দেয়নি। সাথে সাথেই তাকে পররাষ্ট্রে বদলি করা হয়, ২০১০ এ তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আশা করি, এইবার পিলখানা হত্যার বিচারের দাবি একটা গতি পাবে। একইসাথে সীমান্তেও বিজিবিকে ২০০৩-০৬ এর সেই আগ্রাসী রূপে দেখতে চাই। খুবই স্যাটিসফাইং একটা চেঞ্জ। হোপ ফর দ্য বেস্ট।