পাটকেলঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়াক হাফিজুর রহমান নেতৃত্বে বৃহস্পতিবার পাটকেলকাটা পাঁচ রাস্তা মোড় দুপুর ১২:০০ টায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি নেতারা জানান, ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের বড় জমায়েতের যে পরিকল্পনার কথা প্রচার করা হয়েছে, তা মূলত সরকারকে হটানোর চক্রান্ত। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ধরনের প্রতিবিপ্লবের ঘটনা ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।