শেখ হাসিনার বিচারের দাবিতে বৃষ্টিতে টেকনাফে বিক্ষোভ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে টেকনাফ উপজেলা বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দুপুরে টেকনাফে ইউনুছ মার্কেট ও শাপলা চত্ত¡রে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে টেকনাফ স্টেশনে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে বিশাল সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এসময় বক্তৃতায় মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘খুনি শেখ হাসিনা ১৮ বছর দেশের মানুষকে নির্যাতন করেছেন। ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ সরকার ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করছে। মানুষ বৃষ্টির মধ্য এখানে উপস্থিতি হয়ে সেটার প্রতিবাদ জানাচ্ছে। আওয়ামীলীগ ১৮ বছর দেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল। এই দেশে ছাত্রজনতা আমরা সাধারন মানুষ মিলে আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে বিতাড়িত করে মানুষের ভোটের অধিকার ফেরত এনেছি।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ১৮ বছর আ’লীগের আমলে গুম, হত্যা নির্যাতন, দূর্নীতিবাজদের সবার করতে হবে। এই দূর শাসনে আমাদের নেতা কর্মীদের মামলা দিয়ে দেশ ছাড়া করছে। অতি দ্রæত দেশে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ভীরের মতো ফিরিয়ে আনবে। আমরা স্বাধীন বাংলাদেশে সকল মানুষের ভোটে একটি সুষ্ট নির্বাচন দাবি জানাচ্ছি অন্তর্র্বর্তীকালীন সরকারের কাছে।
এদিকে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বিচারে ছাত্র-জনতার গুলি করে হত্যার জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টেকনাফের ছাত্র আন্দোলনকারীরা। এতে সাধারন শিক্ষার্থীরা মিছিলে অংশ নেয়।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক চট্টগ্রাম কলেজের ছাত্র মোরশেদ আলম বলেন, ‘আমরা আন্দোলনে সকল হত্যার বিচার চাই। এদেশ ছাত্ররা আবার স্বাধীক করেছে। নতুন এ দেশে কোন বৈষম্য হবেনা। স্বৈরাচার সরকারের সবার বিচার করতে হবে।’