1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

কুষ্টিয়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৮ বার দেখা হয়েছে

কুষ্টিয়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা যুবদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আলামিন রানা কানাই, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন।
এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীমুল হাসান অপু, সদর থানা বিএনপির সদস্য সচিব বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, রাকিবুল হাসান রিংকু, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, জেলা ছাত্র দলের আহবায়ক মুজাক্কি রাব্বি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে যে গনহত্যা হয়েছে তার বিচার চাই। বক্তারা আরো বলেন, স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনা তার দোসর কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার বিচার দাবি। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দালাল লুটেরা, আয়না ঘরের কর্মকর্তাদেরও বিদেশে টাকা পাচারকারীদের অবিলস্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। বিজয় উল্লাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।