স্বৈরাচার সরকারের মদদ পুষ্ট এই সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে সারাদেশে পালিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৩ই আগস্ট) সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা দিনাজপুর মহাসড়কে উক্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। স্লোগানে তারা বলেন “আমার সোনার বাংলায় ফ্যাসীবাদের ঠাই নাই স্বৈরাচারীর ঠাই নাই। বিচার চাই, বিচার চাই স্বৈরাচারীর বিচার,বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। “
এছাড় তাদের দাবি সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ রয়েছে ছাত্র সমাজ। এ ব্যাপারে একজন শিক্ষার্থী বলেন,আমাদের দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি।আমরা এখনো জেনেছি যে সেই স্বৈরাচার শাসকের বিভিন্ন দালালেরা বাংলাদেশে এখনো তারা অরাজকতা সৃষ্টি করছে। বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা এখনো গোপন ভাবে বৈঠক করে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা হুশিয়ার সাবধান হয়ে যান।আমরা ছাত্রসমাজ মেনে মেনে নেব না,আমরা হাজি দানেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছি এবং এই দালাল সরকারের যারা দোসর রয়েছে তাদের কে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো। এজন্য আমরা ছাত্র ভাইরা সবাই রুখে দাড়াবো এবং এই ক্যাম্পাসকে আমরা একটি অরাজকতা মুক্ত অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব ইন শা আল্লাহ। সেই সাথে যারা এই গুম খুনের সাথে জরিত তাদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে৷ দ্রুত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে৷