স্বাধীনতা এনেছি-স্বাধীনতা রক্ষা করব’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলার নিকরাইল আঞ্চলিক শাখা।
বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার নিকরাইল পলশিয়া রানীদিনমনী উচ্চ বিদ্যালয় ও বেগম মমতাজ ফকির বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়রা এই বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলার নিকরাইল আঞ্চলিক শাখার নেতা আব্দুল করিম, জাহিদ হাসান, আব্দুল আলীম, মো: ফাহিম ও মারিয়া প্রমুখ।
সমাবেশে তারা বলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের হত্যার নির্দেশ দাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দেশ বিরোধী নানা অপরাধমূলক ষড়যন্ত্র করছে ও সাম্প্রদায়িক দাঙ্গার নির্দেশ দিচ্ছে এবং অরাজকতা সৃষ্টি করছে। তার বিচার দাবি করছি।
অপরদিকে, একইদিন উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপিসহ গোবিন্দাসী, নিকরাইল, ফলদা ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠন ছাত্রদল, যুবদলের নেতাকর্মী শেখ হাসিনার বিচারের দাবি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করা হয়েছে।