দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি।
হোয়াইট হাউস বলেছে, শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা স্রেফ মিথ্যা। এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়ের এই দাবি করেন।