নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত মহান ছাত্র ও যুব জনতা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা ও দোয়া মাহফিলহ প্রধান অতিথি: মোঃ শামীম মোল্লা, সহ সভাপতি উপজেলা বিএনপি, বিশেষ অতিথি, মো:সিরাজুল ইসলাম(সাবেক চেয়ারম্যান ফিলিপ নগর ইউনিয়ন), বিশেষ অতিথি মোঃ শের আলী সবুজ দপ্তর সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি। ,বিশেষ অতিথি মোঃ সাইদুর রহমান সভাপতি ফিলিপ নগর ইউনিয়ন বিএনপি,সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম শফিক যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল সদস্য, সার্বিক পরিচালনায়: মো:নয়ন ইসলাম যুগ্ন আহবায়ক ফিলিপ নগর দৌলতপুর শাখা আয়োজনে: বাহেরমাদী যুবদল, মো:আরিফ বেপারী মোঃ আশরাফুল মন্ডল ,মোঃ বাচ্চু মো: বিল্লাল মন্ডল মোঃ সজল ইসলাম