আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইটপাটকেলের আবর্জনা পরিষ্কারে ও দেয়াল লেখন মুছার অভিযানে নেমেছে শিক্ষার্থীরা।একই সাথে পালন করছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সদর,শাজাহানপুর,শেরপুরে শিক্ষার্থীরা সড়ক ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করছে। মাস্ক-গ্লাভস পরে ঝাড়ু নিয়ে তারা রাস্তায় নেমেছে। কেউ কুড়াচ্ছে, কেউ আবার সেগুলো সংগ্রহ করে ময়লার নিদিষ্ট স্থানে ফেলছে।আবার কেউ কেউ দেয়াল লিখনের কাজ করছে।
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব ও সড়ক পরিষ্কারকারী শিক্ষার্থীদের মাঝে শাজাহানপুরের বিরগ্রামের আব্দুল মমিন সহ বেশকিছু তরুণদের উদ্যাগে গত ৮ তারিখে একহাজারের শিক্ষার্থীদের মাঝে বিরিয়ানী ও বোতলজাত পানি বিতরণ করা হয়েছে।
আব্দুল মমিন জানান,ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে শুখনা খাবার দিচ্ছিলাম।দেখলাম এক আপু খাবার নিতে এসেছে।বুঝলাম তাদের খাবার সংকট চলছে।এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু যুবকরা উদ্যাগ গ্রহন করে,সুধী,শুভাকাঙ্ক্ষীর সহযোগিতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করছি।