গত ৫ আগস্ট দুপুরে সাভারে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশ হামলা করলে আলিফ মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে সাভারের ল্যাব জন হাসপাতালে ভর্তি করা হয়, ওইখানে কিছুক্ষণ রাখার পরে, সেখান থেকে বলে হয় যে মাথার বুলেট টি বের করে দেয়া হয়েছে, অতপর সেখান থেকে পুলিশ চলে যাওয়ার পর, ওকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে গত বুধবার (০৭-০৮-২০২৪) তারিখ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলিফ।
শহীদ আলিফ আহমেদ সিয়াম সাভারের ডেইরি ফার্ম হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো: বুলবুল হাওলাদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন ভ্যানে কাপড় বিক্রি করেন। তার পরিবারে মা ও ছোট বোন রয়েছেন। বাঘেরহাট সদরের বড় বাঁশবাড়িয়ায় গ্রামের বাড়ি হলেও থাকতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগরের ভাড়া বাসায়। বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষ তাকে দাফন করা হয়।