চৌগাছায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরনে মিলাদ, দোয়া ও মসজিদের মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুসা খাঁর সার্বিক তত্বাবধানে এলাকার একাধিক মসজিদে দোয়া ও মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। শুক্রবার বাদ জুম্মা পুড়াপাড়ার পূর্বপাড়া জামে মসজিদ, খালপাড় জামে মসজিদ ও পশ্চিমপাড়া জামে মসজিদ একযোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে সাবেক আহবায়ক ছাড়াও বিএনপি নেতা মাষ্টার আব্দুল হামিদ, কওছার আলী, আমির হোসেন, মকলেছুর রহমান, আমিনুর রহমানসহ স্বস্ব মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। দোয়া শেষে সকল মসজিদের মুসল্লিদের মাঝে খাবার বিতরন করেন নেতৃবৃন্দ।