মায়ের সাথে খালা বাড়ি বেড়াতে যেয়ে লাশ হয়ে ফিরলো চৌগাছার ছোট্ট শিশু সাবরিনা খাতুন (১১)। সে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে। চৌগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচননামনা গ্রামে মায়ের সাথে নিজেদের বাসাতে বসবাস করত। শুক্রবার বাদ মাগরিব নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশু সাবরিনার দাফন সম্পন্ন হয়।
নিহত শিশু সাবরিনা খাতুনের বোনাই নয়ন হোসেন জানান, দুই দিন আগে সে মায়ের সাথে ঝিনাইদাহ জেলার হাটগোপালপুরে খালা বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুর ১ টার দিকে খালার তিনতলা বাসার ছাদে উঠে। ছাদের ধারে গেলে অসাবধনতা বশত পা ছিলিপ করে শিশু সাবরিনা নিচে পড়ে যায়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।