মানুষের ঢল-ফুলেল শুভেচ্ছায় সিক্ত রাফেজ হাওলাদার
রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন
বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রাফেজ হাওলাদার ঢাকা থেকে হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটে এলে তাকে শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটে নামেন, এই সময় তাকে শুভেচ্ছা জানাতে লঞ্চ ঘাটে উপস্থিত ছিলেন মো.আবদুল হান্নান,মো. মাসুম সেবজাল, মো.মাকসুদ, মো.হাসনাইন বাসেদ, পাভেল হাওলাদার, রিয়াজ ফরাজী, ফয়সাল হাওলাদার টবগী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা রেদোয়ান মীর, নয়ন ফরাজী, মিরাজ কাজী, ইমরান, ফারুক জসিম,ফিরোজ, রুম্মান, সুমন হাবিব ডাক্তার সহ অনেকই। দুপুর আড়াইটা পর থেকেই পুরো লঞ্চ ঘাটের আঙ্গিনা কানায় কানায় পূরণ হয়ে যায়। আশপাশের রাস্তায়ও অবস্থান নেয় কর্মীরা
রাফেজ হাওলাদারকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সি মানুষ ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। সকলের সাথেই হাতে হাত রেখে কুশল বিনিময় করেন রাফেজ হাওলাদার। শুভেচ্ছা জানাতে আসা মানুষ রাফেজ হাওলাদারের গলায় ফুলের মালা পরিয়ে দেন।
মানুষের ভালোবাসায় সিক্ত রাফেজ হাওলাদার বলেন, আমাদের নেতা বোরহানউদ্দিন ও দৌলতখানের গণমানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও গিয়াসউদ্দিন আল মামুন তাদের নির্দেশ আমাদের সবাইকে মানতে হবে। এই মূহুর্তে কোন ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন- বোরহানউদ্দিন থানা বিএনপির নেতৃবৃন্দ যেই দিক-নির্দেশনা দেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় দল, ও গনতান্ত্রিক দল লক্ষ লক্ষ নেতাকর্মীদের প্রিয় দল,আমরা এমন কিছু করবোনা যার কারণে, আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের যেই সুনাম রয়েছে তা যাতে নষ্ট না হয়। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও গিয়াসউদ্দিন আল মামুন এর জন্য সবাই দোয়া করবেন।