নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা ও বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, দৌলতপুর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এর নেতাকর্মীদের জানাচ্ছি, কোন আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবেন না, করলে তা নিজ দায়িত্বে করবেন এবং সেক্ষেত্রে তার দায়িত্ব দৌলতপুর বিএনপি নেবে না। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সোমবার অনলাইন যোগাযোগ মাধ্যমে বলেছেন, তার নির্দেশ মতোই দলকে চলতে হবে। তার নির্দেশনা হলো দেশে কোন আইনশৃঙ্খলার অবনতি করা যাবে না এবং কোন ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। কারণ বিএনপি সাধারণ মানুষের দল। দেশের ক্ষতি হবে এমন কোন কাজ করতে তিনি নিষেধ করেছেন। সুতরাং দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তই দৌলতপুর উপজেলা বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত। সকলকে এই সিদ্ধান্ত মানার জন্য বলা হলো। আদেশক্রমে, রেজা আহমেদ বাচ্চু মোল্লা সভাপতি, দৌলতপুর উপজেলা বিএনপি