চৌগাছা উপজেলা শিক্ষা অফিসের সাবেক কর্মচারী থানাপাড়া মহল্লার বাসিন্দা সিরাজুল ইসলামের মেঝে ছেলে রফিকুল ইসলাম বাচ্চু (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মরণব্যাধি ক্যান্সারে আক্রন্ত হয়ে শুক্রবার রাত ১১ টায় তিনি পৌর এলাকার বাকপাড়া মহল্লার শ্বশুর সাবেক শিক্ষক নবিছদ্দিনের বাসাতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ভাই সাবেক শিক্ষক শরিফউদ্দিন ডাবলু জানান, দীর্ঘদিন তার ছোট ভাই মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শ্বশুরের নবিছদ্দীনের বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে সে চিকিৎসাধীন ছিলো। শুক্রবার রাত ১১ টার দিকে অসুস্থ্য বোধ করে হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে মারা যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চৌগাছা শিক্ষা অফিস সহ জেলা ও জেলার বাইরে বিভিন্ন উপজেলাতে কর্মরত ছিলো। চলতি মাসের ১৮ তারিখে তার চাকরি শেষ এবং অবসরে যাওয়ার কথা ছিলো। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক কর্মচারী মরহুমের বাড়িতে ছুটে যান।
এদিন বাদ জোহর উপজেলা চত্ত্বরের ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান, চৌগাছা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীগন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের গ্রাম উপজেলার জগদীশপুরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।