
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকাবহ আগষ্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে পুষ্পস্তব অর্পণ করা হয়েছে। আজ১লা আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকা স্থানীয় সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কালো ব্যাচ ধারণ ও স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল অপ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রত্যয় নিয়ে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয় ।
এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সহ সভাপতি এডভোকেট পীযূষ কান্তি সরকার, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, আলহাজ্ব রেজাউল হাসান বাবু,দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মফিজুন নুর খোকা, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক শরাফ উদ্দিন বাইজিদ, উপপ্রচার সম্পাদক মিরন চৌধুরী, উপদপ্তর সম্পাদক মোস্তফা মামুনুর রায়হান অসীম, সদস্য ফিরোজ আহমেদ, এডভোকেট আব্দুল মোতালেব লাল, বিকাশ সরকার, মুকুল সরকার, নুরজাহান মিতু, এডভোকেট ইমদাদুল হক সেলিম সহ নেতৃবৃন্দ।