ভেনেজুয়েলার কারাবোবো রাজ্যে নির্বাচন পরবর্তী সংঘাতে সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়।
ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া করিনা মাচাদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুননির্বাচনের নিন্দা জানাতে আগামীকাল শনিবার (৩ আগস্ট) দেশের প্রতিটি শহরে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) তিনি এই ঘোষণা দেন। খবর এএফপির।
গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিকোলাস মাদুরোকে পুনরায় বিজয়ী ঘোষণার পর থেকেই ল্যাটিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশটিতে রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করে। প্রাক-নির্বাচনি জরিপের ফলাফলকে উল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেন মাদুরো। আর এরপর থেকেই বিশ্বব্যাপী শুরু হয় সমালোচনার ঝড়।
বিরোধী দলের নেতা মারিয়া মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ২৮ জুলাইয়ের নির্বাচনে গর্বের সঙ্গে ঐতিহাসিক বিজয় অর্জনের পর আমাদের অবশ্যই বলিষ্ঠ, সংগঠিত ও সচল থাকতে হবে। বিজয়ের দাবিতে সচেতনভাবে আমাদের এগিয়ে যেতে হবে।
গত বৃহস্পতিবার মারিয়া মাচাদো ওয়াল স্ট্রিট জার্নালে লেখেন, তিনি তার জীবনের নিরাপত্তার জন্য পালিয়ে আছেন। নির্বাচনে মাদুরো বিজয়ের পর সপ্তাহজুড়ে রক্তক্ষয়ী প্রতিবাদের পর শত শত লোককে গ্রেপ্তার করা হয়েছে।
মারিয়া মাচাদো আবারও তার দাবির পক্ষে অবস্থান নিয়ে বলেন, বিরোধী দলের প্রার্থী এডমান্ডো গনজালেজ উরুটিয়াই প্রকৃত বিজয়ী। তিনি বলেন, দেশের ভোটকেন্দ্রগুলো থেকে পাওয়া ফলাফলে গনজালেজ ৩০ থেকে ৬৭ শতাংশ ভোট পেয়েছেন।
তবে সরকার ঘনিষ্ঠ ভেনেজুয়েলার নির্বাচন কাউন্সিল ঘোষণা দেয়, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাদুরোও বলেছেন, তিনি তার বিজয়ের স্বপক্ষে শতভাগ প্রমাণ তিনি দিতে পারবেন।
মারিয়া মাচাদো ও গনজালেজ উরুটিয়ার উদ্দেশে মাদুরো বলেন, ‘আপনাদের হাতে রক্তের দাগ লেগে আছে। আপনাদের বিচার হবে।
মাদুরোর অনুগত নির্বাচন কাউন্সিল এর আগে মারিয়া মাচাদোকে নির্বাচনে দাঁড়াতে অযোগ্য ঘোষণা করলে গনজালেজ নির্বাচনে প্রার্থী হন। মারিয়া অভিযোগ করেছেন, বেশির ভাগ বিরোধী দলের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।