আর্জেন্টিনাকে বিদায় করে ফ্রান্সের মধুর প্রতিশোধ
বিশেষ সংবাদদাতা
একেই কি বলে প্রতিশোধ? ফ্রান্স ২০২২ বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নিল ২০২৪ প্যারিস অলিম্পিকে এসে? অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এরই সঙ্গে অলিম্পিক ফুটবল থেকে বিদায়ঘণ্টা বেজেছে আর্জেন্টিনার।
বোর্দোতে স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বল দখলে তারই এগিয়ে ছিল। কিন্তু পঞ্চম মিনিটে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান-ফিলিপে মাতেতা। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপান জ্যা ফিলিপ্পে মাতেতা। শুরুতেই গোল হজম করে সেটা আর পরিশোধ করতে পারেনি ২০০৪ ও ২০০৮ সালের সোনাজয়ীরা।
ম্যাচের ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল ফ্রান্স। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বোর্দোর গ্যালারি। কিন্তু ভিএআরে গোলটি বাতিল হয়। ম্যাচজুড়ে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা। তাদের ১৬ শটের বিপরীতে ফ্রান্স নিয়েছে ১০টি। আর টার্গেটে আর্জেন্টাইনদের শট ছিল চারটি, স্বাগতিকদের দুটি।
পরাজয়ের হতাশা থেকেই হয়তো ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে হট্টগোল শুরু হয়। এসময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দিনের অন্য কোয়ার্টার ফাইনালের মধ্যে মরক্কো ৪-০ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে, স্পেন ৩-০ ব্যবধানে জাপানকে এবং মিসর টাইব্রেকারে প্যারাগুয়েকেহারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।