ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে নাটকীয়ভাবে টাই
বিশেষ সংবাদদাতা
কলম্বোতে শ্রীলঙ্কা-ভারত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি নাটকীয়ভাবে টাই হয়েছে। আজ শুক্রবার আগে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ৮ উইকেটে ২৩০ রান। জবাব দিতে নেমে ১৩ বল বাকি থাকতে ২৩০ এ থামে ভারতের ইনিংস।
শেষ ১৮ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৫ রান। ইনিংসের ৪৮তম ওভারের তৃতীয় বলে দুবে চার হাঁকালে মনে হচ্ছিল জয়টা ভারতের জন্য সময়ের ব্যপার।
তবে চারিথ আসালাঙ্কা ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুবে ও আর্শদীপকে এলবিডাব্লিউর ফাদে ফেললে ২৩০ এ আটকে যায় ভারত।ওয়ানডে ইতিহাসে এটি ৪৪তম চাই ম্যাচ।