আজও রাস্তায় শিল্পী সমাজের প্রতিবাদ
বিশেষ সংবাদদাতা
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে এ দাবি জানান তারা। সরকার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে নাগরিকদের মুখ বন্ধ রাখতে চায় বলেও মন্তব্য করেন বক্তারা।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সরকারের দমন-পীড়ন বন্ধের দাবিতে রাস্তায় বিশিষ্টজন ও শিল্পীসমাজের প্রতিনিধিরা। তারা বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ি করে বলেন, দেশজুড়ে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। বিভিন্ন পর্যায়ের নাগরিকদের হয়রানি করা হচ্ছে। হত্যা ও নির্যাতনের দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
এদিকে, ধানমন্ডির সাত মসজিদ সড়কে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পীসমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিনয় শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলনে দেশে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেন শিল্পীরা। তারা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায় নিতে হবে।
এসময় সাত মসজিদ সড়কে বিক্ষোভ একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। এতে সরকারের পদত্যাদ দাবিতে স্লোগান দেন অভিনয় শিল্পীরা।