সিলেট প্রতিনিধি:
সিলেট চোরাই মোবাশ্বীর ধরা ছোয়ার বাইরে ট্রাক ড্রাইভার হেলপার গেফতার
সিলেট চোরাই চিনির মুল হোতা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোবশ্বীর আলী ধরা ছোয়ার বাইরে পুলিশ বড় অংকের ঘুষ খেয়ে মোবাশ্বীরের বিরুদ্ধে মামলা না করে ট্রাক ড্রাই ভার হেলপারের বিরুদ্ধে মামলা দিয়ে শান্ত থাকে এতে দেশের খতি হচ্ছে। রাজস্ব বঞ্চিত হচ্ছে।
সিলেটের জকিগঞ্জে এবার পুলিশের অভিযানে ১ হাজার ৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই চিনি জব্দ ও তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা গ্রামের কাছারপুর গ্রামের বিলাত আলী মন্ডলের ছেলে মো.সোলাইমান মন্ডল (৩২) ও ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. হানিফের ছেলে মো. বেলাল হোসেন (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাস স্ট্যান্ড এলাকার বুরহানপুর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কে ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য সাড়ে ৬ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জে থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-৩১/০৭/২০২৪খ্রি।