1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বনানী থানা বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হবি  পিলখানা হত্যাকাণ্ড: কাশিমপুর থেকে মুক্ত ১২৬ বিডিআর জওয়ান দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ালো নীলফামারীতে বৃষ্টির মত ঝরছে শিশির রূপগঞ্জে শুভ ফুড নামের অবৈধ শিশুখাদ্য ও ফুলকলি সুইট এন্ড বেকারী কারখানায় প্রশাসনের অভিযান; অবৈধ পন্য ধ্বংস ও আর্থিক জরিমানা পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ বিক্ষোভ মিছিল কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান আত্মগোপনে থাকা মানিকগঞ্জের যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার পিলখানা ট্রাজেডির ঘটনায় বিষ্ফোরক আইনে করা মামলায় জামিন ১৭৮ জন

চৌগাছায় মৎস্য সপ্তাহ আলোচনায় এমপি ডাঃ তুহিন মাছচাষীরা মাছ উৎপাদন করে দেশকে স্বয়ংসম্পূণ করেছেন

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৮০ বার দেখা হয়েছে

যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন বলেছেন আমাদের দেশের মাছচাষীরা মাছ উৎপাদন করে দেশকে স্বয়ংস্পূণ করেছেন। তবে চাষীরা কখনো কখনো ক্ষতিগ্রস্থ হন। মাছের বিভিন্ন রোগ হয়ে কাংখিত উৎপাদনের লক্ষমাত্রা পূরণে বাঁধার সষ্টি করে।
তিনি বলেন, উন্নত প্রজাতির মাছ চাষ করতে হবে। খেয়াল রাখতে হবে মানব দেহের জন্য ক্ষতিকর এমন খাদ্য মাছে দেয়া যাবেনা। আমাদের দেশে মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা ধরে রাখতে হবে। উদাহরণ টেনে তিনি বলেন প্রথমে যখন ড্রাগন চাষ শুরু হয় তখন এর দাম ও চাহিদা ভালো ছিল। পরবতীতে ড্রাগন বদ্ধির লক্ষে টনিক ব্যবহার করা হয়। এটা যখন ক্রেতারা জানতে পারল তখন ভীত হয়ে তারা ড্রাগন কম খেতে শুরু করল। ফলে কষকরা ক্ষতিগ্রস্থ হলো। তাই এসব বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।
কোটা বিরোধী ও চলমান আন্দোলন বিষয়ে তিনি বলেন, আমাদের সৌভাগ্য জননেত্রী শেখ হাসিনার মত নেত্রী পেয়েছি। তিনি মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। কিন্তু আমরা যদি নিজেরাই নিজেদের ধ্বংস করি তাহলে আমরা পিছিয়ে থাকব। দেশকে সাজাতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। তিনি সকলকে দেশের স্বাথে সহনশীল হবার আহবান জানান।
তিনি বুধবার সকালে উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে উপজেলা নিবাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, উপজেলা কষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগ নেতা আজহার আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, কাশেম আলী ও আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, উপজেলা কষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইন, বেড়গোবিন্দপুর-মনমতপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুল হামিদ প্রমূখ।
আলোচনা সভার আগে সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিতে অংশ গ্রহন করেন। এছাড়া তিনি কপোতাক্ষ নদে টেঙ্গুরপুর এলাকায় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।