প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে প্রতিবাদে সমাবেশ করেছেন। সোমবার বেলা আড়াইটার দিকে ৯ দফা দাবি আদায়ে এই সমাবেশ করেন তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শিক্ষার্থীদের সমাবেশ করার কথা ছিল। তবে পুলিশি বাধায়া ডিআরইউর সামনে কর্মসূচি পালন করতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সমাবেশে ৯ দফা দাবি আদায় না হলে রাজপথে থাকার ঘোষণা দেন। গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তারা।