উলিপুরে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে ১ বৃদ্ধার মৃত্যু হয়েছে
মো: রোকন মিয়া (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে আমিন আলী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের দিঘলহাইল্যা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে। আমিন আলী ওই এলাকার ওছমান আলীর পুত্র বলে জানা গেছে।
এলাকাবাসী ও স্বজনরা জানান, রোববার রাতে বাড়ীর সামনে বিলে মাছ ধরার জন্য কারেন্ট জাল বসাতে যান তিনি। রাতে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার সকালে বিলের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শায়খুল ইসলাম নয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উলিপুর থানার এসআই ও হাতিয়া ইউনিয়ন বিট অফিসার মোঃ মশিউর রহমান জানান, এলাকাবাসী ও স্বজনদের কারো প্রতি কোনো অভিযোগ না থাকায় থানা একটি ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।