চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাহতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আলী হোসেন ওরফে খোকন (২৮) পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে। শনিবার রাত ৮ টার দিকে হুদাপাড়া জামে মসজিদ সংলগ্নে এই হত্যাকান্ড ঘটে।
এলাকাবাসি ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে হুদাপাড়া মহল্লার বাসিন্দা আলী হোসেন খোকনের সাথে একই মহল্লার হারুন অর রশিদের ছেলে আশরাফ হোসেন সহ কয়েক জনের কথা কাটাকাটি হয়। ধারনা করা হচ্ছে তারই জের ধরে ওই দিন রাত ৮ টার দিকে মহল্লার জামে মসজিদ সংলগ্ন জৈনক জালাল উদ্দিনের বাড়ির সামনে খোকনকে একা পেয়ে প্রতিপক্ষরা তাকে উপর্যপুরি ছুরিরকাহত করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত খোকনের ভাগ্নে শাকিল হোসেন জানান, প্রায় এক বছর আগে মামা খোকনের মাথায় সমস্যা দেখা দেয় বর্তমানে সে সুস্থ্য। কিন্তু গ্রামের সাইফুল ইসলাম, আশরাফ হোসেন, রেজা উদ্দিন ও আব্দুল মালেক তাকে প্রায় সময় পাগল বলে ডাকতো। শনিবার দুপুরে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাতে তারা মামাকে ছুরি মেরে হত্যা করে।
হাসপাতাালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জুলকার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকের বাম পাশে উপর্যপুরি ছুরকাহতে তার মৃত্যু হয়ে বলে ধারনা করা হচ্ছে।
৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমি খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে ছুটে যাই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী হত্যকান্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ধারনা করা হচ্ছে তুচ্ছ একটি ঘটনায় এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটেছে। তদন্ত শুরু হয়েছে দ্রুতই হত্যার মুল রহস্য উদঘটনের পাশাপাশি হত্যকারিকে পুলিশ আটক করতে সক্ষম হবে।
এ দিকে স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, হত্যার শিকার আলী হোসেন খোকন ও হত্যাকান্ডের সাথে জড়িত উভয়ই মাদকসেবি। মাদকসেবন নিয়ে তাদের ভিতরে প্রায় সময় কথা কাটাকাটি হত। এছাড়া তারা নানা অপকর্মের সাথেও জড়িত। ধারনা করা হচ্ছে শনিবার দুপুরে এমনই এক ঘটনার সূত্রপাত ঘটে তাদের মধ্যে। সেই সূত্র ধরে রাতে প্রতিপক্ষরা ছুরি মেরে খোকনকে হত্যা করে।