কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করায় ১৫ জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন।
আন্দোলনকারীরা প্রথমে ক্যাম্পাসে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে “চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার “তুমি কে,আমি কে, রাজাকার রাজাকার”রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় “।এসব স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা জিরোপয়েন্টের দিকে যেতে থাকে।
জিরোপয়েন্টে শিক্ষার্থীরা সাংবাদিক সম্মেলন করেন।এই বিক্ষোভ মিছিলে খুবির শিক্ষার্থীরা ছাড়াও কুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গত রোববার প্রধানমন্ত্রীর বক্তব্যে খুবির সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি চাইলেই আমাদের এই নায্য দাবি মেনে নিতে পারতেন।
ঢাবির আহত শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।