সরকারি চাকরিতে কোটাব্যবস্থার যুক্তিসংগত ও বাস্তবসম্মত সংস্কার করা যেতে পারে বলে মনে করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, ‘অনেক বছরের ব্যবধানে, বিশেষত মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পার হওয়ার পর পূর্বেকার কোটাব্যবস্থার যুক্তিসংগত ও বাস্তবসম্মত সংস্কার হতে পারে’। যাতে নতুন প্রজন্মের সত্যিকার মেধাবীরা বঞ্চিত না হয়।
কোটাব্যবস্থার বিরুদ্ধে ছাত্র সমাজের নতুন আন্দোলনের প্রেক্ষাপটে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর কার্যনির্বাহী সভাপতি নূরুল আলম ও মহাসচিব হারুন হাবীব যৌথ বিবৃতি দেন।