নওগাঁর পত্নীতলা উপজেলার বুড়িদহ বিল থেকে ভ্রাস্যমান অবস্থায় নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতু (৪৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা বিলের পানিতে মিজানুর রহমান মিতুর মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজনদের ধারণা, মাদকাসক্ত অবস্থায় বিলে পড়ে গিয়ে মিজানুর রহমান মিতুর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানিয়েছেন, মিজানুর রহমান মিতু মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্ততার কারণে তার স্ত্রী-সন্তানেরা তাকে ছেড়ে বাবার বাড়িতে থাকতেন।
এই মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্তের প্রেক্ষিতে মৃত্যুর রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।