সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে৷ এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা দিনাজপুর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে।
সোমবার (১৫ জুলাই) সকাল ১১ টায় কোটা প্রথার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়। এর পরে মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা৷
এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা দিনাজপুর মহাসড়ক। বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা “কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক , সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।