যশোরের চৌগাছায় একটি সিগারেট কোম্পানির ডিপোতে রহস্যজনক চুরি সংঘঠিত হয়েছে। রোববার ভোররাতে চোরেরা ডিপোর স্টোররুমে প্রবেশ করে নগদ টাকা ও সিগারেট মিলে প্রায় সাড়ে পনের লাখ টাকা নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজন নৈশ প্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পৌর সদরের স্বাধীনতা সড়কের পাশে রওশন আলী মাস্টারের দ্বিতীয়তলার নীচতলাতে জাপান টোবাকো সিগারেট কোম্পানির একটি ডিপো আছে। রোববার ভোররাতে ডিপোর কক্ষে প্রবেশ করে চোরেরা। তারা ডিপোর স্টোররুম খুলে নগদ ১০ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা এবং ৫ লাখ ১২ হাজার ১৪৫ টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট নিয়ে যায়। চোরেরা যখন ডিপোর রুমে প্রবেশ করে তখন পাশের কক্ষে দু’জন নৈশ প্রহরী ঘুমিয়ে ছিলেন বলে নিশ্চিত করেছেন ডিপো ম্যানেজার। তারা হলেন উপজেলার চাঁদপুর গ্রামের জুলফিক্কার আলীর ছেলে আব্দুল কাদের (৩৫) ও একই গ্রামের মানোয়ার হোসেনের ছেলে শাওন হোসেন (৩০)। সকালে নৈশ প্রহরীরা ডিপো ম্যানেজারকে খবর দিলে তিনি দ্রুত এসে এই চুরির বিষয়টি দেখতে পান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী আব্দুল কাদের ও শাওন হোসনেকে থানায় নিয়ে যায়।
ডিপো ব্যবস্থাপক মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘সকালে খবর পেয়ে আমি দ্রুত ডিপোতে আসি এবং চুরির বিষয়টি নিশ্চিত হই। যেভাবে এখানে চুরি হয়েছে তা সন্দেহজনক। কোন তালা ভাঙা বা নৈশ প্রহরীদের আক্রমণ করা-কিছুই হয়নি। চোরেরা ডিপোর স্টোর রুমে ঢুকেছে এবং নগদ টাকা ও সিগারেট নিয়ে বের হয়ে চলে গেছে। বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি। পাশাপাশি মামলা করার প্রস্তুতি চলছে’।
চৌগাছা থানার এসআই রিয়াজ উদ্দিন বলেন, রহস্যজনক চুরি মনে হয়েছে। সে কারণে দুই নৈশ প্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। আশা করছি দ্রুতই রহস্যজনক এই চুরির ঘটনা বের হয়ে আসবে।