গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল চালক জিহান ফরহাদ নিহত হয়েছে।
গাজীপুর জেলার বাসন থানার সামান্তপুর এলাকার আব্দুল হাকিম ছেলে জিহান ফরহাদ (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর এলাকার রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতিতে মিনিবাসটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল চালক জিহান ফরহাদ গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।